রাণীশংকৈলে পৃথক দূর্ঘটনায় দুজনের মৃত্যু

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (২০ আগষ্ট) পৃথক দূর্ঘটনায় পৃথক এলাকায় এক কিশোর ও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের আরশাদুল ইসলামের ছেলে রায়হান আলী (১৪) ও উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট বেতবাড়ী এলাকার আনাস আলীর ছেলে দেড় বছর বয়সী জাহিদুর রহমান।

জানা গেছে, মৃত রায়হান আলী ট্রাক্টর থেকে পা পিছলে পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে পড়ে সেখানেই মৃত্যু বরণ করে। ঘটনাটি রাণীশংকৈল-হরিপুর সড়কের রামপুর এলাকায় ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও তার ভাই ট্রাক্টরের ড্রাইভার রিয়াজ আলী জানান, সে তার পাশে বসে থাকা অবস্থায় ট্রাক্টরের বডিতে যাওয়ার চেষ্টা করার প্রাক্কালে পা পিছলে সড়কে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের পিছনের চাকায় পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

একইভাবে শিশু জাহিদুর রহমান বাড়ীর উঠানে খেলাধুলার এক পর্যায়ে বাড়ীর পাশে এক ডোবায় গিয়ে সেখানে নেমে ডোবার পানিতে ডুবে মৃত্যু বরণ করে। পরে ডোবার পানিতে স্থানীয়রা ভেসে থাকতে দেখে শিশুটিকে উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার বলেন, ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে কোন পক্ষের অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter