আনোয়ার হোসেন আকাশ,
(ঠাকুরগাঁও) বিশেষ প্রতিনিধি;
ঠাকুরগাঁওয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি জেলা স্কুলের সামনে গিয়ে আবারো আগের স্থানে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন ¯স্লোগান দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে শিক্ষার্থীরা “কোটা না মেধা”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না” স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।