বালিয়াডাঙ্গীতে বিনামুল্যে চক্ষু শিবির

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি;

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিনামূল্যে চোখ পরীক্ষা, পরামর্শ প্রদান এবং অর্ধশত রোগীর চোখের ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালের আয়োজনে বালিয়াডাঙ্গী মেহমান খানার উদ্যোক্তা সাংবাদিক হারুন অর রশিদের সহায়তায় মেহমান খানায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও স্বাস্থ্য সেবা হাসপাতালের চক্ষু ডা. রাকিবুল ইসলাম রাকিব রোগী দেখেন, চিকিৎসাপত্র প্রদান করেন এবং ছানী অপারেশ রোগিদের ফ্রি অপারেশনের তারিখ জানিয়ে দেন।

তিনি জানান, দুই শতাধীক রোগীর চক্ষু পরীক্ষা শেষে পরামর্শ প্রদান এবং অসহায় ৫১ জন ছানী রোগিকে ফ্রি অপারেশনের জন্য আগামী বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে ঠাকুরগাও স্বাস্থ্য সেবা (ডায়াবেটিস) হাসপাতালে আসতে বলে হয়েছে। সেখানে কোন খরচ ছাড়াই তাদের অপারেশ এবং যাবতীয় খরচ বহন করা হবে।

মেহমান খানার উদ্যোক্তা হারুন অর রশিদ জানান, মেহমান খানায় আরেকটি ভালো কাজ আজ হলো। অনেকেই টাকার অভাবে চোখের চিকিৎসা এবং অপারেশন করতে পারছিলে না। স্বাস্থ্যসেবা হাসপাতাল ও চিকিৎসকগণের সহযোগিতা আজ বিনামূল্যে তা হচ্ছে। এজন্য সকলকে ধনবাদ জানান তিনি।

চক্ষু ক্যাম্পে ডায়াবেটিস হাসপাতালের অন্যান্যদের মধ্য হতে উপস্থিত ছিলেন, আজাদ আলী,আল মামুন,অজুফা বেগম,ফারজানা আক্তার,সাম্মী আকতার ও আব্দুল মতিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter