প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা প্রয়োজন তাই করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ (ঠাকুরগাঁও)প্রতিনিধি;

ঠাকুরগাঁও: সারাদেশের হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে জেলায় জেলায় পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন। তিনি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা যা প্রয়োজন আমি তাই করার ব্যবস্থা করবো।

শনিবার (১৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিশ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অপারেশন না হওয়া ও বিশেষজ্ঞ চিকিৎসক থেকেও না বসার প্রশ্মে তিনি বলেন, চিকিৎসেবা নিশ্চিত করাই আমার কাজ। এতে আমার যা যা করা দরকার তা সব আমি করবো। কারণ আমি নিজেও ডাক্তার তাই কি কি সমস্যা তা আমার জানা আছে।

এসময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা.নূর নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালটি জেলা গণপূর্ত বিভাগের তত্বাবধানে ১০ কোটি ২৫ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যয় ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter