পরোয়া না করে, যাদুরানী পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, তৃতীয় দফায় আবারো তিন লক্ষ টাকা অর্থ দন্ড

শেয়ার


হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী যাদুরানি পশুর হাটে আবারও তৃতীয় দফায় অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠে । যাদুরানী হাটে টোল আদায়ের মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক থাকলেও কিন্তু হাটে কোথাও মূল্য তালিকা টাঙানো হয়নি। (২৫-৬-২০২৪ ইং) তারিখে রোজ মঙ্গলবার দুপুর ১২টার সময় সাপ্তাহিক যাদুরানি পশুর হাটে সরেজমিনে গিয়ে আবারও দেখা যায়, গরু প্রতি ২৩০ টাকা হারে টোল আদায় করার নিয়ম থাকলেও হাট ইজারাদার কোন কিছুর পরোয়া না করে খুশিমতো নিচ্ছে ৫০০ টাকা এবং ছাগলের ৯০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও নেওয়া হচ্ছিল ২০০ টাকা।
কুশগাঁও গ্রামের রাজাবুল বলেন, আমি গরু ক্রয় করেছি এবং আমার নিকট ৫০০ টাকা নিয়েছে ও হরিপুর গ্রামের হেলাল বলেন, আমিও একট গরু ক্রয় করে আমারও নিকট ৫০০ টাকা নিলো। প্রতিবাদ করলাম, কিছু করতে পারি নাই।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, পশু কেনা-বেচার যাদুরানি হাটে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, এ-কারণে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে ।
ইতঃপূর্বে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া অতিরিক্ত হাসিল বা টোল আদায় বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার কারণে আজ (৪-৬-২০২৪ ইং তারিখে) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কমিশনার হরিপুর, অতিরিক্ত টোল বা হাসিলা আদায় করার অভিযোগে যাদুরানী হাটে অভিযান চালায়
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কমিশনার হরিপুর, ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী হাট ইজারাদারকে অতিরিক্ত হাসিল বা টোল আদায়ের কারণে ১ লক্ষ টাকা অর্থ দন্ড করা হয় এবং হাটের মূল্য তালিকা টাঙানো নির্দেশ প্রদান করে সতর্ক করা হয়।
কিন্তু সেই নির্দেশ অমান্য করে( দ্বিতীয় দফায় ১১-৬-২০২৪ ইং) তারিখে আবারও অতিরিক্ত হাসিল বা টোল আদায় করে।
সংবাদ পেয়ে দ্রুত যাদুরানী হাটে আসেন উপজেলা নির্বাহী অফিসার মো,আরিফুজ্জামান ও অফিসার ইনচার্জ লতিফ শেখ সরেজমিনে এসে অতিরিক্ত হাসিল আদায়ের জনসাধারণের অভিযোগ শুনেন এবং হাটে অতিরিক্ত হাসিল আদায়কারীকে হাতেনাতে ধরেন।
অতিরিক্ত হাসিল আদায় কারণে ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৩৯, ৪০, ৫৫ ধারায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং হাটে মূল্য তালিকা টাঙানো জন্য নির্দেশ প্রদান করেন।
আজ (২৫-৬-২০২৪ ইং) তারিখে আবারও তৃতীয় দফায় অতিরিক্ত হাসিল আদায় কারণে স্থানীয় সাংবাদিক ও জনসাধারণের মনে ক্ষোভ সঞ্চার হয়। দ্রুত আইনের ব্যবস্থার জন্য নির্বাহী কর্মকর্তা ফোনে জানানো হলে। তিনি জানান, দ্রুত মোবাইল টিম পাঠানো হবে ।
কিছুক্ষন পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কমিশনার মো,আব্দুল্লাহ আল -মামুন যাদুরানী হাটের সরেজমিনে এসে দেখে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছে।
হাট ইজারাদারকে ভোক্তা অধিকার আইনে ২০০৯, এর ৩৯, ৪০, ৫৫, ধারায় তিন লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কমিশনার মো,আবদুল্লাহ আল-মামুনকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তিন লক্ষ টাকা অর্থ দন্ড করা হয়েছে এবং হাট ইজারাদার কে অতিরিক্ত হাসিল আদায় করার বিষয়ে সতর্ক করা হয় । ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি,
০১৭২২৪৩৪৫১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter