১৫ লাখে ছাগল কেনা ইফাত আমার ছেলে নন বললেন রাজস্ব কর্মকর্তা

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘১৫ লাখ টাকার খাসি’ ও তার ক্রেতাকে নিয়ে চলছে সমালোচনা। গুঞ্জন উঠেছে ১৫ লাখে ছাগল কেনা ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। কিন্তু মতিউর রহমান বিষয়টিকে অস্বীকৃতি জানিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান বলেন, আমার এক ছেলে রয়েছে, তার নাম তৈাফিকুর রহমান। আলোচিত ইফাত আমার ছেলে নন। এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমি তাকে কোনোদিন দেখিওনি।’

শিগগিরই আনুষ্ঠানিকভাবে এসব অপ্রচারের প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের ওই কর্মকর্তা।

এদিকে, ‘সাদিক এগ্রো’ ফার্ম কর্তৃপক্ষ জানিয়েছে, এক লাখ টাকা বুকিং মানি দেওয়ার পরেও শেষ পর্যন্ত ১৭৫ কেজি ওজনের ওই খাসিটি সংগ্রহ করেননি ওই যুবক।

সাদিক এগ্রো বিটল প্রজাতির ওই ছাগলটির ১৫ লাখ টাকা দাম চেয়েছিল। তবে পরে ১২ লাখ টাকায় বিক্রির চুক্তি হয়। এ অবস্থায় ক্রেতার দেয়া আগাম টাকা ফেরত দেয়া হবে কিনা, জানতে চাইলে জানানো হয়, যৌক্তিক কারণ থাকলে অবশ্যই আমরা ওর আগাম টাকা ফেরত দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter