মৌসুমি বায়ুর প্রবাবে দেশের নানা এলাকায় নিয়মিত ঝড়বৃষ্টি হচ্ছে। অতিভারি বৃষ্টির কারণে দেশের উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দিয়েছে।
এরইমধ্যে মঙ্গলবার (১৮ জুন) রাতে দেশের নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় বুধবার (১৯ জুন) সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার তথ্য জানানো হয়েছে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অপর এক বার্তায় সিলেটের বন্যা পরিস্থিতি বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আগামী সাত দিন অতিভারি বর্ষণ হতে পারে সিলেট ও এর আশপাশের এলাকায়। এছাড়া উজানে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচলে অর্থাৎ ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা বেসিনে বৃষ্টি বাড়ছে। তিস্তা বাঁধ এলাকায়ও বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এ প্রবণতা থাকতে পারে আরও এক সপ্তাহ। এ কারণে সিলেটবাসীর জন্য আপাতত কোনো সুখবর নেই। বরং ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখিন হতে হবে তাদের।