হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
কারেন্টের তারে জামুন বড়বাড়ি গ্রামের মৃত, এনামুল হকের ছেলে মো, শফিকুল ইসলাম( ২৭) নামের যুবক (১৩-৬-২০২৪ ইং) তারিখে দুপুর ১২টার সময় বিদ্যুৎস্পর্শ মারা যায় ।
ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলা ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের জামুন বড়বাড়ি গ্রামে ঘটনাটি ঘটে
পারিবারিক সুত্রে জানা যায় মৃত এনামুল হকের তিন মেয়ে ও এক মাত্র ছেলে শফিকুল ইসলাম আয়ের একমাত্র ব্যক্তি ছিল।।
মৃত শফিকুল এর বাবা একবছর দুইমাস আগে ও কিছু দিন পূর্বে ফুফু এবং চাচাতো ভাই মারা যায় , আজ সেও পরপারে পাড়ি জমান।
শফিকুল ইসলাম নিজ ঘরের মধ্যে কারেন্ট তার সংযোগের কাজ করছিল। তারে লিকেজ থাকায় হাতের মধ্যে জড়িয়ে পড়ে তৎক্ষণাৎ মৃত্যু ঘটে।
মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় চেয়ারম্যান হবিবর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ কাইয়ুম পুষ্প , হরিপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত্যুর বিষয়টি হৃদয়বিদারক এলাকায় শোকের ছায়া নেমে আসে।