আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁও শহরের পরিষদ পাড়ায় সতীষ ঋষি নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শ্বশুরবাড়ির পাশে একটি লিচু গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার পুরিহালপুর গ্রামের বাবুল ঋষির ছেলে।
নিহত সতীয় ঋষির স্ত্রী আলো ঋষি বলেন, বেশ কিছু দিন থেকে আমি ঠাকুরগাঁওয়ে বাবার বাড়িতে অবস্থান করছি। আমাকে নেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী সতীয় ঠাকুরগাঁয়ে আসে। আমি শ্বশুরবাড়ি যেতে না চাইলে রাত ৯টার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে সকালে বাড়ির পাশে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।
আলো ঋষির ভাই তপন ঋষি বলেন, আমার সাথে বোন জামাইয়ের দেখা হয়নি। একটি হোটেলে নাইট ডিউটিতে থাকি। সকালেই এমন ঘটনার খবর পেয়ে বাড়িতে এতে মরদেহ দেখতে পাই।
জাতীয় আদিবাসী পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি যাকোব খালকো বলেন, সকালেই দুঃসংবাদ শুনে ঘটনাস্থলে আসি। এসে লিচুর বাগানে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা বোঝা যাচ্ছেনা।
সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলছেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।