পাকারাস্তা গুলোতে খরকুটুর কারণে এখন মরণ ফাঁদ

শেয়ার


হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি :
নিরাপদে চলাচলের জন্য দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন করে আসছেন সাধারণ মানুষ।
প্রতিবছর আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা এবং সিদ্ধান্তও হয়। পরিশেষে শেষে ফলাফল শূন্য। গমের মৌসুমে গমের খর,ভূটার মৌসুমে ভূটার ডাটা,আর ধানের মৌসুমে ন্যাড়া, খরকুটু, হাইওয়ে বা লোকাল রাস্তায় কোথাও বাদ নেই,সবজায়গায় একই অবস্থা। মোটরসাইকেল, ইজিবাইক, রিক্সা ভ্যানে প্রতিনিয়ত ঘটছে মারাত্মক দূর্ঘটনা, অকালে ঝরে যায় প্রাণ, কে নেবে এর দায়,স্থানীয় প্রশাসনের কোন ভূমিকাও নেই ।
রাস্তা চলাচলের মানুষের মৌলিক অধিকার কিন্তু কিছু মানুষের অসচেতনতার কারণে ঘটছে মারাত্মক দূর্ঘটনা। কবে যে এদেশে আইন শৃঙ্খলা মেনে মানুষ চলবে। কবে যে মানুষ স্মার্ট বাংলাদেশ হবে। যে দেশে হাজারো মানুষ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ী চালায়। ওটার কোন খেয়াল নেই আছে হেলমেট হেলমেট নিয়ে খেলা।
মোটরসাইকেল , ইজিবাইক, বাস-ট্রাংক চালক যাত্রীদের নিয়ে ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করে।
পথযাত্রীদের দাবী কর্তৃপক্ষ অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter