রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন বিপ্লব

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

মঙ্গলবার দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৬৬টি ভোটকেন্দ্রে
সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এরপর ভোট গণনা শেষে স্ব-স্ব সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারগণ বেসরকারি ফলাফল ঘোষনা করেছেন।

এতে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আহম্মদ হোসেন বিপ্নব ঘোড়া প্রতীক নিয়ে প্রথমবারের মতো ৪৪ হাজার ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সইদুল হক আনারস প্রতীকে ৩৪ হাজার ১৮০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

রাণীশংকৈল উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ভোটার সংখ্যা
১ লাখ ৮৩ হাজার ৩৯১ জন। ১লাখ ১৩ হাজার ৩৪৭ জন ভোটারগন অংশ গ্রহণ করেছেন। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ৬১ দশমিক ৮০।

মঙ্গলবার রাত ১০ টায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনাম আহমেদ বেসরকারিভাবে এই ঘোষণা দেন।

তারা জানান, রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন
প্রতিদ্বন্দ্বিতা করেন তারমধ্যে মো. সোহেল রানা পূনরায় নির্বাচিত হন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে মোছা. সারমিন আকতার প্রথমবারের মতো নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter