আনসারুল ইসলাম নিজস্ব প্রতিনিধি :
শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর মোহম্মদপুরে অনুষ্ঠিত হয়।
কমিটিতে সভাপতি পদে মোঃ মাহবুব জামান, সাধারন সম্পাদক পদে বাদশা ফয়সাল, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাসুদ এবং অর্থ সম্পাদক পদে আলী আকবর দায়িত্ব পেয়েছেন।
এই কমিটি দ্রুত অন্যন্য সদস্য বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা রকম সেবা মুলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে সংগঠনটি। সংগঠনটির নিবন্ধন নাম্বার ঢ- ০৯৪৬৫ ।
২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিক নিরপেক্ষ চিন্তায় নারী-পুরুষ,ছাত্র-ছাত্রী, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের ঢাকায় অবস্থিত পীরগঞ্জবাসীদের নিয়ে নানা রকম সেবা মুলক কাজের পাশাপাশি পারিবারিক মিলন মেলার আনন্দ আয়োজন করে আসছে।
ইতিপূর্বে নেতৃত্ব পরিবর্তনের অনেক চেষ্ঠা থাকা সত্ত্বেও কর্মীদের চাপে পুরাতন কমিটি বহাল ছিল। তবে প্ল্যাটফর্মের গতিশীলতা আনা ও তরুনদের নেতৃত্ব দানে উদ্বুদ্ধ করার জন্য সভাপতি ও সাধারন সম্পাদক নুতন কমিটি গঠনে দৃঢ় সিদ্ধান্ত নেয়।
এর প্রেক্ষিতে গত ২৬ এপ্রিল, শুক্রবার মোহম্মদপুর রিং রোডের কে ক্রাফট বিল্ডিং এর লেভেল ৫ এ এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। ব্যাপক প্রচারনা ও ব্যাক্তিগত যোগাযোগের ফলে প্রায় ৫৫ জন পীরগঞ্জবাসী সভায় উপস্থিত হন যাদের অধিকাংশই এই প্লাটফর্মের মূল উদ্যেক্তা । সভায় মূল বিষয়গুলোঃ
১। সভাপতি শুরুতেই এই প্ল্যাটফরমের অরাজনৈতিক দৃষ্টি ভংগীর কথা স্মরন করিয়ে দেন এবং আসল গনতন্ত্রের নিদর্শন হিসাবে সবাইকে মন খুলে কথা বলা ও নেতা বেছে নেবার জন্য উপদেশ দেন। অন্যদিকে সাধারন সম্পাদক নুতন নেতৃত্বের যৌক্তিকতা তুলে ধরেন।
২। উপস্থিত প্রতিটি সদস্য অত্যন্ত আবেগ সহ পুরাতন কমিটির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন এবং কোন আগ্রহী না থাকায় পুরাতন কমিটির প্রতি নিরংকুশ আস্থা প্রকাশ করে।
৩। কোন কোন সন্মানিত সদস্য ভোটের বিপক্ষে বলেন কারন ভোটদাতা অনেকেই জানেন না এই ধরনের প্ল্যাটফর্ম কে পরিচালিত করার সময়, আন্তরিকতা বা অভিজ্ঞতা আছে কি না। আইন সম্পাদক এ ব্যাপারে একটি তিক্ত উদাহরন উপস্থাপন করেন।
৪। সবাই একমত হন যে যে সব সদস্য প্ল্যাটফর্মের ক্রান্তি লগ্নে নিরবিচ্ছিন ভাবে কাজ করেছেন বা এই সংগঠনের প্রতি আনুগত্য প্রমান করেছেন, শুধু তাদের মাঝ থেকেই নুতন নেতৃত্ব বেছে নেয়া উচিত।
৫। দু একজন সদস্য অবশ্য প্রতিথযশা কাউকে সভাপতি পদে মনোনয়নের প্রস্তাব দেন কারন তারা জেলা ও বিভাগীয় সমিতিতে প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে কোন কোন সদস্য মতামত দেন যে এই প্ল্যাটফর্ম নিজেদের পছন্দের স্টাইলে চলতে দেয়া উচিত যেন গতানুগতিক ধারার বাহিরে গিয়ে উদাহরন স্থাপন করা যায়।
বিস্তারিত আলোচনা’র পর সর্ব সম্মতি ক্রমে নীচের মূল কমিটি গঠন করা হয় যারা অন্যান্য সহযোগীদের বেছে নেবেন
১। সভাপতিঃ মোঃ মাহবুব জামান
২। সাধারন সম্পাদকঃ বাদশা ফয়সাল
৩। সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল্লাহ আল মাসুদ
৪। অর্থ সম্পাদকঃ আলী আকবর
সভা শেষে নুতন কমিটির পক্ষ থেকে সভাপতি মোঃ মাহাবুব জামান সকলে ধন্যবাদ দেন এবং পীরগঞ্জবাসী কল্যান সমিতিকে সঠিক ভাবে পরিচালিত করার জন্য প্রাক্তন কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া এতো সুন্দর একটা ভেনু সৌজন্যভাবে ব্যবহার করতে দেবার জন্য “কে ক্রাফট” এর মালিক খালিদ মাহমুদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আর এভাবেই স্থাপিত হলো নুতন ইতিহাস যা গনতন্ত্রকামী মানুষদের বা প্ল্যাটফরমের জন্য যুগ যুগ ধরে উদাহরন হয়ে থাকবে।
আমরা পীরগঞ্জবাসী ঢাকায় থাকি ||
পীরগঞ্জবাসী কল্যাণ সমিতি, ঢাকা (রেজিঃ নং- ঢ-০৯৪৬৫