আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের সরম্জাদি জব্দ করা হয়।
আটকদের মধ্যে মো. আকাশ ও রাসেল নামে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এ দণ্ড দেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার কুলিক নদীতে অভিযানে নামে।
এ সময় কুলিক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও একটি বলগেটসহ দুইজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- উপজেলার রাঙ্গাটঙ্গী গ্রামের নুর ইসলামের ছেলে আকাশ (৩২) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাসেল (২৪)। তাদেরকে এদিন বিকেলেই জেলা জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।