উপজেলা পরিষদ নির্বাচন : ভোট কেন্দ্রের নিরাপত্তা থাকবে ৬৪৮ জন আনসার সদস্য

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে ছয়শত ৪৮ জন আনসার সদস্য। প্রতিটি কেন্দ্রে ৮ জন পুরুষ এবং ৪জন মহিলা।

মঙ্গলবার এসব আনসার সদস্যদের যাচাই-বাছাই পক্রিয়া সম্পন্ন হয়েছে। বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব যাছাই বাছাই করেন ঠাকুরগাঁও জেলা আনসার ভিডিপির সহকারী জেলা কমাড্যান্ট ফারুক হোসেন।

এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, রাণীশংকৈল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কাশেম ও টিআই রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু জানান, উপজেলায় ৮টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রে ১২ জন করে ৬৪৮ জন আনসার সদস্য ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আগামী ০৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter