ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার
টাঙ্গাইল: টাঙ্গাইলে একতা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) সকালে টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে। নিহত হানিফ জয়পুরহাট জেলার আমতলী থানার আমতলী গ্রামের আঃ হান্নানের ছেলে।ঘারিন্দা রেল স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর জানান, জয়পুরহাট থেকে একতা এক্সপ্রেস ট্রেনের ছাঁদে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হন নিহত হানিফ মিয়া।
পথিমধ্যে কোথাও গাছের সঙ্গে ধাক্কা লেগে সে মারা গেছে কিনা তা কেউ বলতে পারেনি। ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে এসে পৌঁছালে লাশটি দেখার পর আমরা উদ্ধার করি। লাশটি রেল পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।