হাতি দিয়ে চাঁদাবাজি করায় দুই যুবককে ৬ মাসের কারাদণ্ড

শেয়ার

জেলা প্রতিনিধি দিনাজপুর:দিনাজপুরের খানসামা উপজেলায় হাতি দিয়ে চাঁদাবাজি করায় দুই যুবককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় খানসামা ডিগ্রি কলেজের সামনে থেকে হাতিসহ দুই মাহুতকে আটক করে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বনবিভাগ।

পরে আটক দুই মাহুতকে সাজা প্রদান ও হাতিকে অন্য এক মাহুতের জিম্মায় হস্তান্তর করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার হুবালা মন্ডলপাড়া এলাকার সুবহান আলীর ছেলে মো. ইয়াছিন ইসলাম (২০) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কাজলা এলাকার সাগর ইসলামের ছেলে মো. আজিজুল হক (২১)।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে হাতি ব্যবহার করে পথচারীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন দুই মাহুত। এতে জনগণ ক্ষুব্ধ হয়। এই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজউদ্দিন বলেন, জোরপূর্বক বন্যপ্রাণী ব্যবহার করে চাঁদাবাজি অমানবিক। এটি মেনে নেওয়া যায় না। তাই জনগণের নিরাপত্তার কথা বিবেচনায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী তাদের ৬ মাসের শাস্তি প্রদান করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter