প্রতিনিধি।- পীরগঞ্জে ৫ গ্রাম হেরোইন, ১’শ গ্রাম গাঁজা, ১টি মোটরসাইকেল, নগদ অর্থসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ।
গত রবিবার ( ১৪ এপ্রিল ) গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম এর দিক নির্দেশনায় ও প্রত্যক্ষ সহযোগীতায় এস আই (নিঃ) লোকেশ চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কুমেদপুর ইউনিয়নে বড়রসুলপুর গ্রামের জনৈক আজাহার আলীরবাড়ী সামনে চেকপোষ্ট বসিয়ে পূর্ব দিক থেকে আসা ১টি মটর সাইকেল থামানোর চেষ্টা করলে উক্ত মটর সাইকেলে থাকা ৩ ব্যক্তি মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেন- ভেন্ডাবাড়ী গ্রামের মৃত: নছির উদ্দিনের পুত্র হাফিজার রহমান (৪৫), প্রাণন্নাথপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র এর শাদুল সরকার, মিঠাপুকুর উপজেলার সুলন্দা গ্রামের সুলতান মিয়ার পুত্র সাইদুর রহমান।
পুলিশ জানিয়েছে এ সময় তাদের কাছে থাকা ৫ গ্রাম হিরোইন, ১’শ গ্রাম শুকনা গাঁজা, ১টি লাল রঙ্গের ডিসকর্ভার(১৩৫ সিসি) মোটর সাইকেলসহ নগদ ১ লক্ষ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়েছে
এদিকে সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান,কাঠব্যবসার আড়ালে আসামীগণ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।