যুবকের আত্মহত্যা স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায়

শেয়ার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) নামে এক যুবক।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে এ ঘটনা ঘটে।

হাসান আলী বান্দের পাড় গ্রামের রহমত আলীর ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হাসান আলী প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যান। আজ শ্বশুরবাড়ি থেকে স্ত্রী আফরোজা বেগমকে নিজবাড়িতে আনার কথা ছিল হাসানের। বেলা ১১টা পর্যন্ত শ্বশুরবাড়িতে না যাওয়ায় তার স্ত্রী আফরোজা বেগম পাশের গ্রাম জোলা পাড়া থেকে স্বামী হাসানের বাড়িতে যান এবং ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাসান আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় মরদেহের পাশে একটি চিঠি পেয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, ওই চিঠিতে হাসান আলী তার স্ত্রী আফরোজা বেগমকে অনেক ভালোবাসেন এবং তাকে দেখে রাখার জন্য নিজ বাবা-মার প্রতি অনুরোধ করেন। পাশাপাশি নিজের স্ত্রীকে মাংস কিনে দিতে না-পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। তিনি জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter