বেনাপোল প্রতিনিধি : ঈদ-উল-ফিতর, সাপ্তাহিক ছুটি ও পহেলা বৈশাখের ছুটির কারনে আজ বুধবার ১০ এপ্রিল সকাল থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য কার্যক্রম। এ সময় বন্দর থেকে কোন পণ্য খালাস হবে না। বন্ধ থাকবে কাস্টম হাউজের শুল্কায়ন কার্যক্রম। তবে এ ছুটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। আগামী ১৫ এপ্রিল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম জানান, ঈদ-উল-ফিতর, সাপ্তাহিক ছুটি ও পহেলা বৈশাখের ছুটি থাকার কারণে আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন বেনাপোল স্থল বন্দরের আমদানি-রপ্তানি বানিজ্যবন্ধ থাকবে। ছুটির মধ্যে বন্দরে যাতে কোন ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল সোমবার সকাল থেকে এ পথে আমদানি-রপ্তানি বানিজ্য চলবে বলে তিনি জানান। #