হরিপুর থানা হেফাজতে একজনের মৃত্যু

শেয়ার


হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা হাজতে আকরাম আলী(৪০) নামে একজন আসামীর মৃত্যু হয়েছে।সোমবার দুপুর ২ টার দিকে হরিপুর উপজেলা হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত আকরাম আলী হরিপুর উপজেলার দেহট্র গ্রামের তোয়াব আলীর ছেলে জানা গেছে।
পুলিশ জানায়, রবিবার রাত ৮টার সময় মাদক সেবনের অভিযোগে পুলিশ আকরাম আলি সহ ৫/৬জনকে আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।সোমবার দুপুরে আদালতে পাঠানোর সময় আকরাম আলির অসুস্থতা দেখা দিলে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।
মৃতের স্ত্রী স্থানীয় সাংবাদিকদের জানান, রবিবার রাতে তারাবীর নামাজের সময় পুলিশ তাকে সহ আরো কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে।নিহত আকরাম আলী দীর্ঘদিন যাবত হৃদরোগ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ঠাকুরগাঁও মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ওই ব্যক্তিকে থানায় আনার পরপরই অসুস্থ হয়ে পড়ে ।তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter