এবার মরক্কোতে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

শেয়ার

ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটিতে আগামী ১০ এপ্রিল ঈদ উদযাপন করা হবে।

সোমবার (৮ মার্চ) এক বিবৃতিতে মরক্কোর ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ধর্মবিষয়ক কমিটির সদস্যরা নিশ্চিত করেছেন যে মরক্কোবাসী আগামী ৯ এপ্রিল রমজানের শেষ দিন পালন করবেন। এর ফলে পরের দিন ১০ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন হবে।

এ ছাড়া ৯ এপ্রিল শাওয়াল মাসের চাঁদ দেখা দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তা জনগণকে জানাতে ধর্মীয় কমিটিকে নির্দেশনা দেওয়া।

এদিকে অস্ট্রেলিয়ায়ও আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করা হবে। দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তবে স্থানীয় ও বৈশ্বিক জ্যোতির্বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে তারা নিশ্চিত হয়েছে যে, আগামী ৯ এপ্রিল শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এর ফলে দেশটিতে ১০ এপ্রিল ঈদ উদযাপন করা হবে। সূত্র : মরক্কো ওয়ার্ল্ড নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter