ঠাকুরগাঁওয়ে ৭ মাদক কারবারি গ্রেপ্তার

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
(ঠাকুরগাঁও) বিশেষ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার সহ ৭জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

শুক্রবার দুপুরে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

মাদকসহ গ্রেপ্তাকৃতরা হলেন: সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা গ্রামের কামাল উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন (৩৫), একই এলাকার আব্দুল কাদের ছেলে রতন আলী (৩০), পৌর শহরের বরুনাগাঁও এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আয়নাল হক (৪৫),আউলিয়াপুর ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে জামাল উদ্দিন (৫০), রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের কেষরু ইসলামের ছেলে রেজাউল করিম (৪৩) ও পীরগঞ্জ উপজেলার শ্রী চঞ্চল চন্দ্র বর্মন (২৬)।

পুলিশের দেয়া তথ্য মতে, জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০০ গ্রাম শুকনো গাঁজা এবং ৩০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ মোট ০৭ জন গ্রেপ্তার করা হয়।

এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ৯টি, রাণীশংকৈল থানা- ১টি, বালিয়াডাঙ্গী থানা- ২টি, রুহিয়া থানা- ১ টি এবং হরিপুর থানা- ১ টিসহ সর্বমোট ১৪ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter