পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাহফুজুর রহমান জিহাদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে উপজেলার জগথা ডাঙ্গিপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার এস আই মিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা জগথা ডাঙ্গীপাড়া মাহফুজুর রহমান জিহাদের বাসায় অভিযান চালান। এ সময় তার নিজ ঘরে বেড সাইড বক্সের উপরে ড্রয়ারে ১৫০ পিস নিষিদ্ধ মাদক টাপেন্টা ডল ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয় তাকে। মাহফুজুর রহমান জিহাদ উপজেলার জগথা ডাঙ্গীপাড়া শাহজাহান আলীর ছেলে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম বলেন মাহফুজুর রহমান জিহাদ নিষিদ্ধ মাদকা টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় ও তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।মঙ্গলবার দুপুরে পুলিশের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়।