ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার আট মাদক কারবারি

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
(ঠাকুরগাঁও) বিশেষ প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য সহ ৮জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান করে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা পুলিশ। এসময় ১২০ বোতল ফেন্সিডিল, ৩৫০ গ্রাম শুকনা গাঁজা এবং ৭০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ০৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ০৫টি, পীরগঞ্জ থানা- ০১টি, বালিয়াডাঙ্গী থানা- ০২টি, ভূল্লী থানা- ০১টি, হরিপুর থানা- ০১ টিসহ সর্বমোট ১০ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান বরাবরের মতোই জিরো টলারেন্সে রয়েছে। অভিযান অব্যাহত থাকায় মাদকের উপস্থিতি অনেকটাই কমে গেছে। মাদকের বিরুদ্ধে শুধু অভিযানই নয়,সামাজিক কর্মসূচিও হাতে নিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter