ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় অভিমানে প্রেমিক অনিমেষ চন্দ্র (১৬) নামে এক যুবক আত্নহত্যা করেছে।
সোমবার (১২ ফ্রেবুয়ারী) সকালে বাড়ীর পাশে কাঠাল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত অনিমেষ চন্দ্র সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী আর্দশ পাড়া গ্রামের মৃত. রমেশ চন্দ্রের ছেলে।
জানা যায়, সুর্বণা নামে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক থাকায় হঠাৎ তার অন্যত্র বিয়ে হয়। এ কারণে গত ৩-৪ দিন ধরে ওই তরুণী অনিমেষের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এতে তিনি অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
সোমবার ভোর সাড়ে ৬ টার দিকে বাড়ীর আঙ্গিনা ঝাড়ু দেওয়ার সময় অনিমেষের মা কাঠাল গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গাছ থেকে অনিমেষের মরদেহ নামানোর ব্যবস্থা করেন।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেম সংগঠিত কারণে অনিমেষ আত্নহত্যা করতে পারেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।