গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যেদিয়ে শুরু হবে আয়োজন। এরই মধ্যে দেশ-বিদেশের মুসল্লিরা জড়ো হয়েছেন ইজতেমা ময়দানে। অনেকেই পথে আছেন। খিত্তায়-খিত্তায় ইবাদত ও বন্দেগিতে সময় কাটছে মুসল্লিদের।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান তিনি। ইজেতমার প্রথম পর্বের মতো দ্বিতীয় ধাপেও নিরাপত্তা জোরদার থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মাহবুব আলম।
আগামী রোববার আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এরআগে, ইজতেমার প্রথম পর্বের আয়োজন করেন মাওলানা জুবায়েরপন্হীরা। দ্বিতীয় পর্বের আয়োজক মাওলানা সাদের অনুসারীরা।