পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মাট বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নে সেনুয়া চৌরাস্তায় অগ্রদুত পল্লী পাঠাগারের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পাঠাগারের সভাপতি রিপন আলী সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন ,পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন ও পাঠাগারের সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, ডেমোক্রেসি ওয়াচের ফিল্ড অফিসার ইকবাল ফিরোজ, জেলা সমন্বয়কারী জুলিয়া আক্তার, পাঠাগারের সদস্য মাসুম,সুমন,নুরনবী,সাকিব প্রমুখ।