ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ৫শ অসহায়,দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নে নারগুন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ চায়না ফেন্ডশীপ সেন্টারের সহযোগিতায় এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের অর্থায়নে এসব শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অসহায়,দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র সামগ্রী তুলে দেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে নিযুক্ত সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক কাউন্সিলর লিউয়েন ই (খরবিহ ণঁব) ও বাংলাদেশ চায়না ফেন্ডশীপ সেন্টারের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম জাহাঙ্গীর আলম রানা।
এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরেকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,শীতবস্ত্র সামগ্র্রী হিসেবে প্র্রতিটি ব্যাগে একটি করে কম্বল,হুডি,চাদর ও পেট্র্রোলিয়াম জেলি দেয়া হয়।