নিজস্ব প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আওতাধীন পীরগঞ্জ উপজেলার অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩১ জানুয়ারি সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এ সভা হয়।
সভায় পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য নসরতে খোদা রানা, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সরকার, সহ সভাপতি আব্দুল্লা আল মামুন নয়ন সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক কাজী আহসান সাকিব, সদস্য আব্দুল করিম, সবুজ আহমেদ সহ অন্যান্য সদস্যরা।
পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উক্ত সভায় সদস্যরা তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করে ।