মামুনুর রশিদ (মামুন), ঠাকুরগাঁও প্রতিনিধি : শীত মানেই ব্যাডমিন্টন, শীতের রাতে চাঙ্গা হতে তারুণ্যের আশ্রয় ‘মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে’ এ স্লোগানে ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে তিনদিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভূল্লী থানার ৬ নং আউলিয়ার ইউনিয়নের কচুবাড়ী জাগরণী ক্লাবের আয়োজনে দোলুয়া পাড়ায় খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
তিনদিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দিন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক অধ্যক্ষ জুলফিকার আলী, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল শাহ্ এ্যাপোলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপু, ৫ নং বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক যোগেশ রায়, ভূল্লী থানা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন ও ক্রীড়ামোদী মনিরুল ইসলাম রুবেল প্রমূখ।
জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে দিয়ে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ জুলফিকার আলী বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ, বন্ধুত্ব ও ঐক্য তৈরি হয় এবং খেলাধুলা মানুষকে ব্যাপক আত্মবিশ্বাসী, সাহসী, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়। এ ধরনের খেলাধুলা সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন।
এ সময় তিনি এই ধরনের খেলাধুলা আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
কনকনে এই শীতে ব্যাডমিন্টন খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে ক্রীড়ামোদী দর্শকরা।
এ সময় কানায় কানায় পরিপূর্ণ হয় খেলার মাঠ।
টুর্নামেন্টের সভাপতিত্ব করেন, সাবেক ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম।