মাঘের কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে রাজধানীতেও। তিলোত্তমা ঢাকায় জেঁকে বসেছে তীব্র শীত।
মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ভোগান্তি থাকলেও, পেটের দায়ে রাস্তায় নেমেছেন শ্রমজীবী আর হতদরিদ্ররা। ঢাকার আকাশ আজ আংশিকভাবে মেঘলা ও আবহাওয়া শুষ্ক আছে। তবে ভোর খেকেই ছিল ঘন কুয়াশা।
দেশজুড়েই, আগামী এক সপ্তাহ মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে এমন ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে, ঘন কুয়াশার কারণে ফেরি ও নৌযান চলাচলও ব্যাহত হয়েছে।