নৌবাহিনীর এক কর্মকর্তাকে আটকে রেখে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়ার ঘটনায় জড়িত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুই বছর ধরেই মা ও ছেলেসহ ছয় সদস্যের ওই চক্র টার্গেট করা ব্যক্তিদের অপহরণ করে আসছিল।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. তরিকুল রহমান এ তথ্য জানান। বলেন, পারিবারিকভাবে অপহরণ চক্রটি গড়ে তোলা হয়েছিল। দক্ষিণখানে ফ্ল্যাট ভাড়া নেয় তারা। কৌশলে ফাঁদে ফেলা হতো টার্গেট করা ব্যাক্তিকে।
সর্বশেষ গত ১৬ জানুয়ারি নৌবাহিনীর এক কর্মকর্তাকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার হন মা ও ছেলেসহ ছয় সদস্য। তারা কৌশলে প্রথমে ভুক্তভোগীর মানিব্যাগ চুরি করে। পরে ফেরত দেয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে হাত বেঁধে ফেলে। এরপর মুক্তিপণ নিয়ে মুক্তি দেয়া হয় ওই ভুক্তভোগীকে। তার করা মামলায় ঘটনার ৪ দিন পর গ্রেফতার করা হয় অভিযুক্তদের।