আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তদের দেওয়া বিষে এক খামারীর ৭’র বেশি হাঁস মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের দিঘীরকোণ গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই খামামীর ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
খামারি জাহেরুল ইসলাম জানান, শীতের কারণে সকাল সাড়ে ১১টায় হাঁসগুলোকে ছেড়ে দেয় মাঠে যাওয়ার জন্য। মাঠে পৌছানোর ১৫ মিনিটের মধ্যেই ৭ শতাধিক হাস মারা যায়। পেছনে থাকা হাঁসগুলোকে পরে কোনমতে খামারে পুনরায় ফিরিয়েছি। নাহলে বাকি হাঁসগুলোও মারা যেতো।
খামারি জাহেরুল ধারণা করছেন, কে বা কাহারা মাঠের মাঝখানে বিষযুক্ত ধান ছিটিয়ে রেখেছিলো। সেগুলো খাওয়ার পরেই হাঁসগুলো মারা গেছে। যার মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা। গর্ত খুড়ে হাসগুলোকে পুতে ফেলা হয়েছে জানান খামারী জাহেরুল ইসলাম।
জানা গেছে, ৫ বছরের বেশি সময় ধরে নিজ বাড়ীতে বাণিজ্যিক ভাবে হাঁসপালন করছেন জাহেরুল ইসলাম। এ কাজে তাকে সহযোগিতা করছেন পরিবারের লোকজন। খামারে প্রায় ১ হাজারের বেশি হাঁস পালন করেন তিনি। মাংস খাওয়ার উপর্যুক্ত হলেই তিনি এসব হাঁস বিক্রি করে দেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, খামারী আবেদন করলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।