সোনালী ব্যাংকে এক মিনিটের ম্যানেজার হলেন সাফা মনি !

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
(ঠাকুরগাঁও) বিশেষ প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখায় এক মিনিটের ম্যানেজার হলেন কালিকাগাঁও ডি হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাফা মনি (১৪)।

এবিষয়ে সোনালী ব্যাংক ম্যানেজার শামসুজ্জোহা (জুয়েল) জানান, কয়েকদিন আগে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ক্যাম্পেইন এবং ছাত্র ছাত্রীদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উদ্বুদ্ধ করতে কালিকা গাঁও ডি হাট উচ্চ বিদ্যালয়ে যান তিনি। স্কুল ব্যাংকিং সম্পর্কে ছাত্রছাত্রীদের নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেসময় তিনি ঐ স্কুলের ছাত্র ছাত্রীদের প্রশ্ন করে বলেন বড় হয়ে তোমরা কে কে ব্যাংক ম্যানেজার হতে চাও ? তখনি অষ্টম শ্রেণির ছাত্রী সাফামনি দাড়িয়ে বলেন আমার স্বপ্ন আমি বড় হয়ে একজন ব্যাংক ম্যানেজার হবো।

সাফা মনি মঙ্গলবার (১৬ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে তার বাবা শহিদুল ইসলাম ও মা সুরাইয়া বেগমকে নিয়ে গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখায় একটি স্কুল ব্যাংকিং একাউন্ট খুলতে গেলে সোনালী ব্যাংক ম্যানেজার সাফা মনির শ্বপ্ন পূরনে তাকে এক মিনিটের ব্যাংক ম্যানেজার তৈরি করেন।

এসময় সাফা মনিকে এক মিনিটের ম্যানেজার হওয়ার অনুভূতির বিষয়ে জানতে চাইলে সে বলে আজ আমি খুবই আনন্দিত, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন লেখাপড়া শিখে একজন ব্যাংক ম্যানেজার হতে পারি।

সাফা মনির বাবা ও মা বলেন, আমাদের মেয়েকে এক মিনিটের ম্যানেজার হওয়ার এই সুযোগ দেওয়ার জন্য গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখার সবাইকে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter