হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
হাড়কাঁপানো শীতে জনজীবনে দূর্ভোগ, গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন, বিসিএস( BCS) প্রিপারেশন ফর বুয়েট ফেসবুক গ্রুপ। উত্তর জনপদের পশ্চিমে সীমান্ত ঘেঁষা উপজেলা হরিপুর। বিকেলে তিনটায় গরীব অসহায় মানুষ মাঝে শীতবস্ত্র তুলে দেন হরিপুর উপজেলা সমাজসেবা অফিসার মো,রাফিউল ইসলাম। শতাধিক গরীব অসহায় মানুষ গুলো শীতবস্ত্র পেয়ে, মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। উপজেলা সমাজসেবা অফিসার বলেন, শীতবস্ত্র বিতরণের জন্য আমি বিসিএস (BCS) প্রিপারেশন ফর বুয়েট স্টুডেন্ট ফেসবুক গ্রুপের নিকট আবেদন করেছিলাম,তারা আমার সাথে যোগাযোগ করে শীতবস্ত্র বিতরণে ব্যবস্থা করেন। যদি আরো শীতবস্ত্র পাই তাহলে আরো গরীব অসহায় মানুষ গুলোকে দিতে পারবো। আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন।
মো,আনোয়ার হোসেন
হরিপুর ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।
০১৭২২৪৩৪৫১৪।