রাণীশংকৈলে শ্মশান কালী মন্দির ভেঙে দিলেন দুর্বৃত্তরা

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের গন্ডাবাড়ি ঝাঁবোর গ্রামের নালিশী জমিতে শ্মশান কালীসহ মন্দির ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

শ্মশান কালী মন্দিরের সভাপতি ও বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য খগেন রায় জানান, এ এলাকার লোকজন আজ সকালে শ্মশান কালী মন্দির ভাঙ্গার ঘটনাটি আমাকে জানালে আমি তাৎক্ষণিক বিষয়টি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে অবগত করি। এবং ট্রিপল নাইন এ ফোন দিয়েছি । কালী মন্দিরটি সরকারের খাস জমিতে থাকায় কিছু দুষ্ট প্রকৃতির লোক এ জমি দখল করার জন্য এমন কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে । আমি শ্মশান কালী মন্দির ভাঙ্গার সাথে জড়িত ব্যাক্তিদের শাস্তি দাবী করছি।

শ্মশান কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুরেশ রায় বলেন, ‘এই মন্দিরের ছয়টি ধাম ছিল, ধাম গুলো ভাঙছে এবং প্রায় ১শ গাছ ছিল এ গাছগুলোও কাটছে।’ তিনি দু:খ প্রকাশ করে বলেন, ‘ আমরা প্রশাসনের কাছে যেনো সুবিচার পাই।’

এ বিষয়ে উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায় জানান, আজ বুধবার সকালে জানতে পারি যে মাঠের মধ্যে থাকা শ্মশান কালী মন্দিরের মূর্তিসহ ঘরের বেড়া ভেঙে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে বিষয়টি প্রশাসনকে জানালে আজ বুধবার সকালে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানসহ পুলিশ কর্মকর্তারা এসে পরিদর্শন করেন। তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।’

এলাকা সূত্রে জানা যায়, শ্মশানকালী মন্দিরের এ জমি নিয়ে দীর্ঘদিন থেকে দুটি পক্ষের মধ্যে মামলা বিবাদ হয়ে আসছে । যার মৌজা- বাচোর, জে,এল নং- ৬১,খতিয়ান নং দাগ নং ০১ (লায়েক জঙ্গল) ৮৮ পরিমান ১.৫৮ একর জমি।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’ বিষয়টি ওভাবেই রয়েছে, থানায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter