মনসুর আহমেদ স্টাফ রিপোর্টার ঃ ঠাকুরগাঁও-৩(পীরগঞ্জ-রানীশংকল) আসন জাতীয় পার্টির প্রসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি হাফিজউদ্দীন আহমদ ৫ম বারর মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাক গন সংবর্ধনা দয়া হয়ছ। সামবার দুপুর পীরগঞ্জ উপজলা জাতীয় পার্টির আয়াজন দলর অ¯ায়ী কার্যালয় তাক গন সংবর্ধনা দয়া হয়। এ সময় পীরগঞ্জ ও রানীশংকল উপজলার জাতীয় পার্টি এবং রানীশংকল উপজলা আওয়ামীলীগর নতারা নব নির্বাচিত সংসদ সদস্যক ফুলর মালা দিয় শুভছা জানান। এ সময় নব নির্বাচিত সংসদ সদস্য সহ রানীশংকল উপজলা আওয়ামীলীগর সভাপতি শইদুল হক, সাবক ইউপি চয়ারম্যান মাহাবুব আলম এবং জাতীয় পার্টির অন্যান্য নতারা বক্তব্য রাখন। এদিক সামবার বিকাল পীরগঞ্জ উপজলা আয়ামীলীগর দলীয় কার্যালয়ও এক সংবর্ধান সভার আয়াজন করা হয়।উপজলা আওয়ামীলীগর সভাপতি ও সাবক এমপি ইমদাদুল হকর সভাপতিত্ব অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দন, উপজলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক রজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি কশিরুল আলম ও শামিমুজ্জামান জুয়ল। সভায় আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগর বিভিন অঙ্গ ও সহযাগী সংগঠনর নতারা নব নির্বাচিত সাংসদক ফুল মালা দিয় সংবর্ধনা জানান।