পীরগঞ্জে ৮ কৃষক দিশেহারা

শেয়ার

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা রাধিকাপুর এলাকায় সেম কোম্পানির ভিটামিন স্প্রে করে আট কৃষকের প্রায় ২৪ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত।

জানা যায়,
স্যাম কোম্পানির ভিটামিন স্প্রে করে প্রায় ৮ একর আলু ক্ষেত নষ্ট হয়েছে কৃষকদের।

নষ্ট আলোক্ষেপ নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে কৃষকদের , বিষয়টি নিয়ে কৃষি অধিদপ্তরের কাছে অভিযোগ করলে।

পীরগঞ্জ উপজেলার কৃষি অফিসার,কৃষকদের সাথে কথা বলে, নষ্ট আলু খেতে নমুনা ল্যাব টেস্টের জন্য পাঠান সংশ্লিষ্ট দপ্তরে।

পীরগঞ্জ পৌরসহরের সেম কোম্পানির ডিলার বুলু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এই কোম্পানির ডিলার না।

অথচ এই কোম্পানির সবচেয়ে বড় ডিলার বুলু মিয়া। বুলু মিয়ার কাছ থেকে সেম কোম্পানির ভিটামিন ক্রয় করেন রাধিকাপুরের কীটনাশক ব্যবসায়ী তরিকুল ইসলাম।

কথা হয় স্যাম কোম্পানির মার্কেটিং অফিসার চঞ্চল অধিকারীর সাথে, তিনি জানান আমাদের কোম্পানির ডিলার বুলু মিয়ার কাছ থেকে ভিটামিন ক্রয় করেছিলেন তরিকুল ইসলাম।

এরপর আলু খেতে স্প্রে করলে সে আলু ক্ষেত নষ্ট হয়ে যায়। এরপর কৃষকরা আমাকে আটকে রেখে স্ট্যাম্পে সই করে নেয়।
কোম্পানির কারণে কৃষকরা প্রতারিত হয়েছে এতে আমার দোষ কোথায়?

তবে কৃষকরা বলছে চঞ্চল অধিকারের কাছ থেকে আমরা এটা আশা করিনি তিনি আমাদের কৃষকদের ক্ষতি করেছেন কোম্পানি লোকজন আসার কথা থাকলেও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।

তাই অধিকারের কাছ থেকে নন জুডিসেল স্ট্যাম্পে চেয়ারম্যানের মাধ্যমে একটা ক্ষতিপূরণের সাক্ষ্য নেওয়া আছে।

এখন পর্যন্ত কোম্পানির কোনো উদ্বোধন কর্তৃপক্ষ ডিলার বুলু মিয়া কৃষকদের ক্ষতি পূরণের জন্য কোন প্রকার যোগাযোগ করেননি আমরা এখন যাব কোথায়।

রাধিকাপুর এলাকার কৃষক রেজাউল করিম জানান সেম কোম্পানির ভিটামিন স্প্রে করে আমরা কৃষকরা প্রচারিত হয়েছি।

কৃষক হাসান আলী জানান, আমরা তরিকুল এর কাছ থেকে এর আগেও বিভিন্ন কোম্পানির স্প্রে ক্রয় করেছি। এরকমটা হয়নি এবার বুলু মিয়ার ডিলার হয়ে এই সেম কোম্পানির ভিটামিন স্প্রে করে আমাদের কপাল পুড়েছে।

খতিব আলী কৃষক জানান, আমি দীর্ঘদিন ধরে আলু চাষ করে আসছি, এবার এই প্রথম আমার আলোক্ষেপ নষ্ট হয়েছে, আলু খেতে অনেক পরিশ্রম করেছি অনেক টাকা ব্যয় হয়েছে। আমরা কৃষকরা এখন কি করব?

এদিকে সেম কোম্পানির ডিলার বুলু মিয়া বিষয়টি অস্বীকার করে বলেন, পীরগঞ্জে সেম কোম্পানির একাধিক ডিলার রয়েছে আমার কাছ থেকে তারা নিয়ে যায়নি,

তবে থোলের বিড়াল জানে না, সূর্য ট্রেডার্স নামে কীটনাশক ব্যবসায়ীর কাছ থেকে রাধিকাপুর এর কীটনাশক ব্যবসায়ী ৪১ হাজার টাকার কীটনাশক ক্রয় করেছেন। এই সূর্য ট্রেডার্সের মালিক বুলু মিয়া। সাম কোম্পানির ডিলার তিনি নিজেই। কপালে ভাজ করা কৃষকরা এখন বলছেন ভেজাল কীটনাশক বিক্রি করায় বুলু মিয়ার কাম।

স্যামসাং কোম্পানির মার্কেটিং অফিসার
চঞ্চল অধিকারী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আপনাকে না আমি বলেছি আমার সাথে কৃষকরা যা করেছে আমি চাকরি ছেড়ে দিয়েছি আমি আর সেম কোম্পানিতে নাই। তবে ওই এলাকায় গেলে কোম্পানি আমাকে ডাকলে নির্বাচনের পরে আমি যাব।

এদিকে কৃষকরা একত্রিত হয়ে বলছেন, আমরা আমাদের ক্ষতিপূরণ না পেলে। প্রশাসনের কাছে যাবো,প্রয়োজনে আইনের আশ্রয় নেব।

এই বিষয়ে পীরগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম সাগর যোগাযোগ করা হলে।
তিনি জানান ভোমরাধব এলাকায় কৃষকদের ক্ষতি হয়েছে বিষয়টা আমি জানি, আমার উপর সহকারীকে সেখানে পাঠিয়েছিলাম,আপনি চেয়ারম্যানের সাথে কথা বলেন। আমি কৃষকদেরকে বলেছি আমার কাছে একটা আবেদন দিতে যাতে তারা ক্ষতিপূরণ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter