যশোর-১ আসনে আচরণবিধি লঙ্ঘনে নৌকা প্রার্থীর দুই সমর্থককে জরিমানা

শেয়ার

বেনাপোল প্রতিনিধি :
আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর-১ (শার্শা) নির্বাচনি এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিনের দুই সমর্থককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জানুয়ারী) সকালে উপজেলার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়নের বকুলতলা, চালিতাবাড়িয়া বাজার এলাকায় দেওয়ালে পোস্টার লাগানোর কারনে এ জরিমানা আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন,‌ বাগআঁচড়া গ্ৰামের শামীম (৩৯), পিতা-মৃত আ: হালিম, কায়বা গ্ৰামের মাসুদ (২৪), পিতা-মৃত হামজার আলী।

এ ব্যাপারে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীকের দুই সমর্থককে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter