বরিশাল প্রতিনিধি : ডালিয়া বিয়ে করেন, এরপরই কাবিনের টাকার জন্য স্বামীদের করেন নির্যাতন। এভাবেই ১২টি বিয়ে করে স্বামীদের কাছ থেকে হাতিয়েছেন কোটি টাকা। এবার সেই স্বামীদের করা মামালায় ডালিয়াকে কারাগারে পাঠিয়েছে নরসিংদীর জেলা আদালত।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নরসিংদী দায়রাজজ আদালতে প্রবাসী স্বামী এনামুলের করা যৌতুকের মামলায় জেলা জজ মারুফা আহমেদের আদালত ৩-এ জামিন শুনানিতে অংশ নিলে দুই পক্ষের যুক্তি তর্ক শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী মামুনুর রশীদ জানান, ডালিয়া ১২টির বেশি বিয়ে করে স্বামীদের বিরুদ্ধে মামলা ও নির্যাতন করে টাকা আদায় করত। আদালতের নজরে আনলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এটি একটি নতুন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, পুরুষ নির্যাতনেরও বিচার শুরু হয়েছে বলে জানান তিনি।
এমন ঘটনায় মামলার বাদি এনামুল হক বলেন, ডালিয়া তার কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে, তার প্রবাস জীবনের সকল আয় ডালিয়া হাতিয়ে নিয়েছে।
আরেক স্বামী বরিশালে রেজাউল খান বলেন, যৌতুককে মামালার ভয় দেখিয়ে তার মোটরসাইকেল বিআরটিতে গিয়ে মালিকানা পরিবর্তন করে নিয়ে গেছে ডালিয়া। জোর করে বিয়ে করে ১০ লাখ টাকা কাবিন লিখেছে, নগদ টাকাও আদায় করেছেন। তিনিও সুষ্ঠু বিচার দাবি করেন।