মাহাবুব আলম স্টাফ রিপোর্টার :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুমরিয়া গ্রামের আবু হানিফের পুত্র সাকিব হাসানকে (২৭ ডিসেম্বর) ওৎ পেতে থাকা একই গ্রামের আঃ গফফারের পুত্র দুলাল ছুরিকাঘাত করেছে। এনিয়ে গতকাল বুধবার দুলাল (৩৫) কে আসামী করে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়,উপজেলার কুমুরিয়া গ্রামের আবু হানিফের পুত্র সাকিব হাসান রামপুর বাজারে যাওয়ার সময় বেলপুকুর নামক স্থানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুলাল মোটর সাইকেলের গতিরোধ করে টাকা ছিনতাই ও বেধরক মারপিট করে ছুরিকাঘাত করেছে। স্থানীয়রা সাকিব হাসান সোহাগকে গুরুত্ব জখম অবস্থায় রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করে। ঘটনারদিন ২৭ ডিসেম্বর ১জনকে আসামী করে থানায় লিখিত অভিযাগ দাখিল করে।
এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ সোহেল রানা মুঠোফোনে বলেন, মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।