ময়মনসিংহে ভোটের জন্য অভিনব প্রচারণা

শেয়ার

ময়মনসিংহ প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক অভিনব প্রচারণা চলছে ময়মনসিংহে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা ডাক্তার পরিচয় দিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। এই স্বাস্থ্য সেবা দেওয়ার আড়ালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষে ভোট চাচ্ছেন।

পাঁচদিন ধরে ভুয়া একাধিক মেডিক্যাল টিমের সদস্য ভোটের জন্য ভুয়া প্রেসক্রিপশন দিচ্ছেন। ডাক্তার না হয়েও তারা অসহায় ও নিম্নবিত্ত মানুষের এলাকায় রোগীদের প্রেসক্রিপশন দিয়ে মৃত্যু ঝুঁকিতে ফেলে দিচ্ছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) একটি মেডিক্যাল টিম ময়মনসিংহের চরাঞ্চল, দাপুনিয়া, বাবুখালি, অষ্টধর ও বিদ্যাগঞ্জ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডাক্তার পরিচয় দিয়ে অসুস্থ নারী, পুরুষ ও শিশুদের প্রেসক্রিপশন দেয়। এ সময় টিমের সদস্যরা স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন।

এমনকি স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের ছবি প্রতীক দেওয়া প্রচারপত্রের নিচে ওষুধ ও টেস্ট লিখে দেন। এসব প্রেসক্রিপশনে ডাক্তারের নাম-পরিচয় নেই। এই মেডিক্যাল টিমে ছিলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শিমুল (ম-৫০), দ্বিতীয় বর্ষের ছাত্র বাধন (ম-৫৮) ও তুষার নামে একজন কলেজ শিক্ষার্থী।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের একাধিক চিকিৎসক জানান, নির্বাচনে মেডিক্যালের ছাত্রদের ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক কাজ। মেডিক্যাল কলেজে অধ্যয়নত অবস্থায় প্রেসক্রিপশন দিচ্ছেন ছাত্ররা, এটা ঠিক নয়। ডাক্তার ছাড়া কেউ প্রেসক্রিপশন দিতে পারে না। ভোট যোগাড় করতে দরিদ্র অসুস্থ মানুষের জীবনকে হুমকির মধ্যে না ফেলার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

এসব শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শামিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter