বেনাপোল প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-১ আসনের নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এর ধারাবাহিক গণসংযোগ ও পথসভার অংশ হিসেবে সোমবার দিনব্যাপী ডিহি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।
এসময় ডিহি ইউনিয়নের তেবাড়ীয়া, শাড়াতলা, গৌকর্ণ, পন্ডিতপুর, রঘুনাথপুর, কাশিপুর, টেংরালি, শালকোনা, নারিকেল বাড়ীয়া ও ডিহি গ্রামে ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ্ আহম্মেদ মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওহিদুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, কবির উদ্দিন তোতা, ডিহি ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক লিলিফুন নাহার লিলি, ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গাজিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল মোস্তফা, ছাত্রলীগের সাবেক সভাপতি আয়ুব খান, সহ জনপ্রতিনিধি, উপজেলা, ডিহি ইউনিয়ন ও বিভিন্ন গ্রাম-ওয়ার্ডের আওয়ামী এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।