বিজিবি দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্ট নো-ম‍্যান্সল‍্যান্ডে বিজিবি-বিএসএফ’র যৌথ রিট্রিট সেরিমনি অনুষ্ঠিত হয়েছে

শেয়ার

বেনাপোল প্রতিনিধি :
২২৮ তম বিজিবি দিবস উপলক্ষে যশোরের বেনাপোল চেকপোস্ট নো-ম‍্যান্সল‍্যান্ডে বিজিবি-বিএসএফ’র যৌথ রিট্রিট সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। পরে বিএসএফ সদস্যদের মধ্যে মিস্টি ও ফুল উপহার দেওয়া হয়।
বুধবার বিকালে বেনাপোল সীমান্তের শুন্য রেখায় এ আয়োজন করে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
এসময় বাংলাদেশের পক্ষ্যে উপস্থিত ছিলেন, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সিও লে. কর্ণেল আহমেদ জামিল, অপারেশনাল পরিচালক লে. কর্নেল আনোয়ারুল মাজাহার, সহকারি পরিচালক মোহাম্মদ মুজাহিদ।

ভারতের পক্ষে ছিলেন, ১৪৫ ব্যাটালিয়ন বিএসএফের টু আই সি অলোক কুমার, ডিসি অবিনাস কুমার।
শুন‍্য রেখায় অবস্থিত দু’দেশের গ‍্যালারীতে বসে মনোমুগ্ধকর এ অনুষ্ঠানটি উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter