ডেস্ক : বিয়ের সঙ্গে শীতের একটি নীবিড় সম্পর্ক আছে। তাই তো এই ঋতুতে বিয়ের হিড়িক পড়ে যায় চারপাশে। বিশেষ কিছু সুবিধা থাকার কারণে এই সময়টা বিয়ের উপযুক্ত সময় বলে মনে করা হয়। চলুন সেই সুবিধাগুলো জেনে নেওয়া যাক।
কর্ম ব্যস্ততার এই যুগে সব সময় ছুটি পাওয়াটা খুব মুশকিল। সারা বছর অফিস, বাচ্চাদের স্কুল সবকিছু খোলা থাকে। তাই চাইলেই কোথাও বেড়াতে বা কোনো অনুষ্ঠানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। বেশিরভাগ স্কুলগুলোতে নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায়। তাই ডিসেম্বরে স্কুল বন্ধ থাকে। এসময় তাদের ছুটির সঙ্গে মিলিয়ে বড়রাও বেড়াতে যেতে পারেন। আর এভাবেই সকল আত্মীয়-স্বজন একত্রিত হওয়ার সুযোগ পান। তাই বিয়ের জন্য বছরের অন্য সময়ের তুলনায় শীতকালকে বেশিরভাগ মানুষ বেছে নেন।