মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (১০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। হাফিজ উদ্দিন রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারী গ্রামের সইফত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যা মামলায় আদালতে হাফিজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।গত কাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রাণীশংকৈল থানার পুলিশ পরিশর্দক (তদন্ত) মহসীন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।