হরিপুর( ঠাকুরগাঁও )প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সোমবার ১১/১২/২০২৩ ইং উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, মোঃ জিয়াউল হাসান মুকুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি, হরিপুর উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মো,আবদুল লতিফ শেখ ,মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, মো,আবদুল কাইয়ুম পুষ্প পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি, উপজেলা কৃষি অফিসার মো,রুবেল হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো,রায়হানুল মিঞা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজিবির কোম্পানি কমান্ডারগণ এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান, মাদক দ্রব্য, চুরি বন্ধে প্রয়োজনীয় বিস্তারিত আলোচনা হয়।
বিজিবি কমান্ডারগণ বলেন,সীমান্ত এলাকায় ভুট্টা চাষ না করে বিষয়টি সভায় উপস্থাপন করেন।
অফিসার ইনচার্জ মো,আবদুল লতিফ বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। চুরির বিষয়টি শক্ত হাতে দমনে সকলের সহযোগিতা প্রয়োজন।
আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।