ঠাকুরগাঁওয়ে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ৭

শেয়ার

আনোয়ার হোসেন আকাশ,
(ঠাকুরগাঁও) বিশেষ প্রতিনিধি :

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ও ডিভাইসসহ ঠাকুরগাঁওয়ে সাত শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সদরের বেশকয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিভাইসসহ সাতজনকে আটকে করে কেন্দ্র কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করে।

এসময় শিক্ষা সংশ্লিস্টরা জানান, এধরনের কর্মকান্ডে মেধাবিরা পিছিয়ে পরছে। অন্যদিকে যারা অসাধু উপায়ে পরিক্ষায় অংশ নিচ্ছে তাদের ভবিষ্যত ধংস হচ্ছে। সে কারনে প্রশাসনসহ সকলকে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি কেন্দ্র থেকে সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও শহরের ১৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

website counter